Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪

গত ২২ ফেব্রুয়ারী ২০২৪ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকগণ হারবেরিয়াম পরিদর্শনে আসেন এবং হারবেরিয়ামে আয়োজিত হারবেরিয়ামের কর্মকাণ্ড ও হারবেরিয়াম টেকনিক বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।


প্রকাশন তারিখ : 2024-02-26

গত  ২২ ফেব্রুয়ারী ২০২৪ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও  সংশ্লিষ্ট শিক্ষকগণ হারবেরিয়াম পরিদর্শনে আসেন এবং হারবেরিয়ামে আয়োজিত হারবেরিয়ামের কর্মকাণ্ড ও হারবেরিয়াম টেকনিক বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রথমেই হারবেরিয়ামের কার্যক্রম নিয়ে তৈরি ডকুমেন্টারি দেখানো হয়। এরপর পরিচয় পর্বে হারবেরিয়ামের কর্মকর্তাবৃন্দ এবং  কলেজের শিক্ষকবৃন্দ সকলের সাথে পরিচিত হন। এসময় শিক্ষার্থীদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার কামরুল ইসলাম  হারবেরিয়ামের ভিশন, মিশন,  ইতিহাস ও কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানান। অতপর মুল হারবেরিয়ামে  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা সুলতানা  হারবেরিয়াম টেকনিক বিষয়ে তাদের হাতেকলমে প্রশিক্ষণ দেন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আহমেদ সাকী হারবেরিয়াম ব্যবস্থাপনা সমন্ধে বলেন । এছাড়া তাদের হারবেরিয়ামের সমৃদ্ধ পাঠাগার সমন্ধে অবহিত করে তা দেখিয়ে জানানো হয় যে গবেষক, শিক্ষক ছাত্র সহ সাধারণ পাঠকের অফিস সময়ে তথ্যের জন্য এই পাঠাগার ব্যবহার করার সুযোগ রয়েছে। 

ধন্যবাদ আগত অতিথিদের। উদ্ভিদবিজ্ঞান সংশ্লিষ্ট সকলকে হারবেরিয়ামে স্বাগতম।